রাজশাহীতে সুবিধাবঞ্চিত ছাত্রীদের মাঝে মিডল্যান্ড ব্যাংকের বাইসাইকেল বিতরণ

আপডেট: জানুয়ারি ২৮, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:মিডল্যান্ড ব্যাংক (এমডিবি) সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর) ‘স্বপ্ন যাত্রা’র অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট নির্দেশনার আলোকে রাজশাহী জেলার রাজশাহীর স্যাটেলাইট টাউন হাই স্কুল এ অধ্যয়নরত মেধাবী ও সুবিধাবঞ্চিত ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেছে।

রোববার (২৮ জানুয়ারি) সকালে রাজশাহীর স্যাটেলাইট টাউন হাই স্কুল এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মেধাবী ও সুবিধাবঞ্চিত ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। অনুষ্ঠানে ৫জন ছাত্রীকে ৫টি বাইসাইকেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী স্যাটেলাইট টাউন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলাম, রাজশাহী শাখার ম্যানেজার ও মিডল্যান্ড ব্যাংক এরিয়া হেড মো. আহসান হাবিব, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আশরাফুল ইসলাম, নগরভবন শাখা ব্যবস্থাপক মরিয়ম পারভীন, ১৪ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেকসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version