রাজশাহীতে হিজড়াদের জেন্ডার প্রশিক্ষণ

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২১, ১০:১৯ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে জেন্ডার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার (১০ ফেব্রুয়ারী) দিনব্যাপি হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা, বৈষম্য দূরীকরণ, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থানে বাধা ও সরকারী সহযোগিতা পেতে বাধা সমুহ কিভাবে দূর করা যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্ট হলরুমে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী আফসানা তানজুম ইরানী ও ফিনান্স অ্যান্ড এডমিন মোস্তাক আহম্মেদ। প্রশিক্ষণ পরিচালনা করেন- ফিল্ড ফ্যাসিলিটেটর রায়হানুল হক রায়হান।। প্রশিক্ষণে ২০জন হিজড়া অংশগ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ