মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
এস এম শাহাজামাল,দুর্গাপুর:
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর-৫ ( দুর্গাপুর- পুঠিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের নেতারা দলীয় মনোনয়ন ফরম তোলা ও জমা দেওয়ার কাজ চলছে বেশ জোরেসোরেই। আর তাই নির্বাচনকে সমানে রেখে দুর্গাপুর ও পুঠিয়াতে তেমন রাজনৈতিক উত্তাপ না থাকলেও রাজধানী ঢাকায় অবস্থান করছেন বেশিরভাগ দলীয় নেতা।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-৫ ( দুর্গাপুর- পুঠিয়া) আসনে দলীয় মনোনয়ন কিনেছেন-বর্তমান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাসহ আওয়ামী লীগের এমপি পদ প্রত্যাশী অনেক নেতা।
সোমবার (২০ নভেম্বর) রাজশাহী-৫ আসন (পুঠিয়া-দুর্গাপুর) থেকে মনোনয়ন কিনেছেন বর্তমান সংসদ সদস্য ডা. মুনসুর রহমান ও রাজশাহী জেলা-যুবলীগের-সাবেক সহসভাপতি ওবায়দুর রহমান।
এছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য প্রয়াত তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের মেয়ে তানজিমা শারমিন মুনি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, সাবেক ছাত্রলীগের সভাপতি ও পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, দুর্গাপুর পৌরসভার মেয়র সাজেদুর রহমান মিঠু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার,বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রায়হান কাওসার, অ্যাডভোকেট শরিফুল ইসলামও এই আসনের জন্য মনোনয়ন তুলেছেন
তফশিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। আপিল ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর হতে ৫ জানুয়ারি ২০২৪ সকাল ৮টা পর্যন্ত।