বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় রাজশাহী কলেজ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর আল-ফারুক চৌধুরী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর জুবাইদা আয়েশা সিদ্দিকা। সমাবেশে প্রধান অতিথি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে রাজশাহী কলেজ প্রতিশ্রুতিবদ্ধ। এ সমাবেশ পিছিয়ে পরা শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন, রসয়ন বিভাগে প্রধান মাইলুন ইসলামসহ রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও আসন্ন উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।