রাজশাহী ক্যাডেট কলেজের সকলেই জিপিএ-৫

আপডেট: নভেম্বর ২৮, ২০২২, ১১:৩০ অপরাহ্ণ

চারঘাট প্রতিনিধি:


প্রতি বছরের ন্যায় এবারো এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের মধ্য দিয়ে প্রমান করলো রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা সকলের শীর্ষে। ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত ইতিহাস। এ বছর এসএসসি পরীক্ষায় অত্র কলেজ থেকে ৪৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে সকলেই জিপিএ-৫ পেয়ে উর্ত্তীর্ণ হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) ঘোষিত ফলাফল থেকে জানা গেছে এমন তথ্য।
ক্যাডেট কলেজসমূহে শুধুমাত্র পড়ালেখা নয়, শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য মৌলিক সামরিক শিক্ষা এবং খেলাধুলা অনুশীলন করা হয়ে থাকে। এছাড়া সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সহ-পাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে।
রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (বিএন) এম এইচ আর আফরাদ বলেন, সামগ্রিক বিবেচনায় ক্যাডেট কলেজ কেবল ভালো ছাত্র নয়, আদর্শ নাগরিক গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছে। ভবিষ্যতে এ কর্মধারা যেন অব্যহত থাকে সেজন্য রাজশাহী ক্যাডেট কলেজ সকলের আন্তরিক দোয়া সহযোগিতা কামনা করি।

এ বিভাগের অন্যান্য সংবাদ