রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারকে ‘ইয়্যাস’র শুভেচ্ছা

আপডেট: নভেম্বর ৪, ২০২৪, ১:৪৯ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন গবেষণাধর্মী যুব-তরুণ ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে ইয়্যাস’র সভাপতি মো. শামীউল আলীম শাওন স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংগঠনটির পক্ষ থেকে রাজশাহীর নব দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক আফিয়া আখতারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, রাজশাহীর প্রথম নারী ডিসি আফিয়া আখতারের যোগদান শুধুমাত্র একটি প্রশাসনিক ঘটনা নয়, এটি নারীর ক্ষমতায়নের দিকে এক বিশাল পদক্ষেপ। তাঁর এই অর্জন রাজশাহীবাসীসহ সমগ্র বাংলাদেশের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তিনি একজন নারী হিসেবে সর্বোচ্চ প্রশাসনিক পদে পৌঁছেছেন।

এটি অন্যান্য নারীদের জন্য এক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তাঁর সাফল্য অন্যান্য নারীদের বিশ্বাস করবে যে, তারাও যে কোনো কাজে সফল হতে পারে। আমরা আফিয়া আখতারকে তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করছি। তাঁর নেতৃত্বে রাজশাহী জেলা আরও উন্নত, সুন্দর ও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ