রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী উৎসব’ মঙ্গলবার

আপডেট: এপ্রিল ২৬, ২০২৪, ৮:২০ অপরাহ্ণ


রাবি প্রতিবেদক:


বাঙালির চিরায়ত সংস্কৃতি চর্চার লক্ষ্যে বৈশাখী উৎসব-১৪৩১ আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। মঙ্গলবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিতব্য এই আয়োজনে থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (২৬ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছে সংগঠনটির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, ‘ভেঙ্গেও আবার গড়তে জানে সে চির-সুন্দর! তোরা সব জয়ধ্বনি কর’- প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার মুক্তমঞ্চে এই বৈশাখী উৎসব উদযাপিত হবে। বিকেল ৫টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সাংস্কৃতিক সন্ধ্যায় নাচ, গান, আবৃত্তি ও অভিনয়ে মাতাবেন জোটভুক্ত সংগঠনের সাংস্কৃতিক কর্মীসহ ক্যাম্পাস ও মহানগরের সাংস্কৃতিক কর্মীরা।

এ ব্যাপারে সংগঠনটির সভাপতি রায়হান ইসলাম বলেন, ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক চেতনা লালন এবং বিশ্ব কল্যাণের অমোঘ বার্তা সামনে রেখে এই উৎসবের আয়োজন করা হয়েছে। বাঙালির চিরায়ত সংস্কৃতি লালনের মাধ্যমে বছরটা যেন সুখময় হয় সেই কামনা থাকবে। এছাড়া উৎসবে শোভাযাত্রা ও অনুষ্ঠানে সকলকে সবান্ধব অংশ নেয়ার আমনন্ত্রণ জানিয়েছে তিনি।#

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version