রাজশাহী সিটি প্রেসক্লাবের নয়া কমিটির দায়িত্ব গ্রহন

আপডেট: জুন ২, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


দীর্ঘ ৩৫ বছরের এতিহ্যবাহী রাজশাহী সিটি প্রেস ক্লাব। গত মাসের ২৫ তারিখ এই ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক পরিতোষ মোহন চৌধুরী আদিত্য এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি রফিক আলম। রোববার (২ জুন) নগরীর উপশহরস্থ সিটি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বেলা ১২টার দিকে তারা দায়িত্ব গ্রহন ও হস্তান্তর করেন।

এসময়ে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এস.এইচ.এম তরিকুল ও সুলতান মাহমুদ রেজা, যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন আদনান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, দপ্তর, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক ফজলুল করিম বাবলু, সমাজ কল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৌমেন্দ্রনাথ মন্ডল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, নির্বাহী সদস্য মিলন শেখ, তারিক হায়দার মিঠু ও জাহিদ হাসান। এছাড়াও অত্র ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহন শেষে সাধারণ সম্পাদক অত্র ক্লাবের সবাইকে নিয়ে কাজ করার অঙ্গিকার করেন। সেইসাথে সকল সদস্যকে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ