বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে পঞ্চগ্রামে ৭ম বারের মতো শুরু হয়েছে জাগ্রত জনতা সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪। জাগ্রত জনতা সংসদের আয়োজনে (জাজস) শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার বিজয়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান সফুরা-আব্দুস সাত্তার আল কুরআন লার্নিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডক্টরস্ এগ্রো-ভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. রাফিউল করিম রাফি। এসময় প্রধান অতিথি খেলোয়ারদের সঙ্গে পরিচয় পর্ব শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধনী খেলার উদ্বোধন করেন।
সফুরা-আব্দুস সাত্তার আল-কুরআন লার্নিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, গোনা ইউপির সদস্য শাহাজাহান আলী শাহ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ৬টি জেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে উজান বাগমারা নাঈম ফুটবল দল সিম্বা ফুটবল একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে বিজয়ী হয়। হাজার হাজার ফুটবল প্রেমীরা ঐতিহ্যবাহী খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে এসে মাঠের চারপাশে ভীড় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. আর কে রাফি ৭ম বারের মতো সুন্দর টুর্নামেন্টের আয়োজন করায় কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন পঞ্চগ্রামে শিক্ষা ও সামাজিক উন্নয়নে জাগ্রত জনতা সংসদের একঝাঁক তরুণদের ভূমিকা অনস্বীকার্য। একটি মেধা নির্ভর সুন্দর ও সুস্থ্য জাতি গড়ে তুলতে খেলার সঙ্গে বর্তমান প্রজন্ম ও যুব সমাজকে যুক্ত করার কোন বিকল্প নেই। নিয়মিত খেলাধূলার চর্চা একজন মানুষকে সুস্থ্য যেমন রাখে তেমনি ভাবে মাদকসহ বিভিন্ন অনৈতিক কাজ থেকেও দূরে রেখে ভালো কাজের প্রতি আগ্রহের সৃষ্টি করে।
আগামীতে এলাকাবাসী যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে এই মাঠ আরো বড় করাসহ টুর্নামেন্টকে আরও বড় পরিসরে আয়োজন করতে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি। পঞ্চগ্রামের এই ঐতিহ্যের ধারা ধরে রাখতে সবার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখাতে তিনি সবার প্রতি আহ্বান জানান।