রাণীনগরে নবাগত ইউএনও’র মতবিনিময়

আপডেট: আগস্ট ১, ২০২৪, ২:৩০ অপরাহ্ণ


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


নওগাঁর রাণীনগরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। গত জুলাই মাসের ১৪ তারিখে মোহাইমেনা শারমীন রাণীনগর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি এই উপজেলায় তৃতীয় নম্বর নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রাহিদ সরদার। মতবিনিময় সভায় উপজেলার তিনটি প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্যসহ অন্যান্য সকল সদস্যরাও উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং সম্ভাবনাময় বিভিন্ন খাতকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় গণমাধ্যম কর্মীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে জেলার ১১টি উপজেলার মধ্য অন্যতম উপজেলা রাণীনগরকে স্মার্ট উপজেলায় রূপান্তরিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। গণমাধ্যম কর্মী আর সরকার একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

একে অপরের সঙ্গে পজেটিভ ও জনগুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমঝোতার ভিত্তিতে উপজেলার উন্নয়নের স্বার্থে বেশি বেশি ভালো প্রতিবেদন প্রকাশ করার প্রতি আহ্বান জানানো হয়।

দশের লাঠি একের বোঝা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করা যায় তাহলে খুবই দ্রুত উপজেলাবাসীকে স্মার্ট বাংলাদেশের সুবিধা প্রতিটি দ্বারে দ্বারে পৌছে দেওয়া সম্ভব বলে মনে করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।