রাফাহতে আক্রমণ চলবেই, ঘোষণা নেতানিয়াহুর

আপডেট: মে ১, ২০২৪, ১:০৪ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক:


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর বক্তব্য, হামাস জঙ্গিদের কাছ থেকে ইসরায়েলি নাগরিকদের মুক্ত করার আলোচনা চললেও দক্ষিণ গাজার রাফাহ শহরে আক্রমণ চলবে। তিনি জানান, ইসরায়েলি সেনা রাফাতে প্রবেশ করে হামাসদের ঘাঁটি ধ্বংস করবে, তবেই চূড়ান্ত জয় আসবে।

এদিকে, মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন, শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যেতে ইতোমধ্যেই ইসরায়েলে পৌঁছেছেন। গাজায় মানবিক সাহায্য দান এবং আটক মার্কিন নাগরিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

Exit mobile version