সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের জন্য ৩৬৩ কোটি ৮৭ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের অনুমোদন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চার বছর মেয়াদী এ প্রকল্পের অনুমোদন হয়। বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান এ তথ্য জানান।
তিনি জানান, চার বছর মেয়াদী এ উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে ছাত্রীদের জন্য ‘শেখ হাসিনা’ ও ছাত্রদের জন্য ‘শহীদ এএইচএম কামারুজ্জামান’ নামে ১০ তলা বিশিষ্ট দু’টি আবাসিক হল। শিক্ষকদের জন্য ১০ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন, ২০ তলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবন, চারতলা বিশিষ্ট শেখ রাসেল মডেল স্কুল নির্মাণ। এছাড়া প্রকল্পের মধ্যে রয়েছে নির্মাণাধীন শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল তিনতলা থেকে ছয়তলা, কৃষি অনুষদ, সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ও চতুর্থ বিজ্ঞান ভবনের নির্মাণ পূর্ণাঙ্গ করা, কাজী নজরুল ইসলাম মিলনায়তন শীততাপ নিয়ন্ত্রিত করা এবং পুরো বিশ্ববিদ্যালয়ের ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উন্নত করা। এছাড়া ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে চারপাশের দেওয়াল সংস্কার এবং বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে পারাপারে ফুট ওভারব্রিজ করার পরিকল্পনা রয়েছে প্রকল্পে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) প্রকল্পটি পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঞ্জুরি কমিশন যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠায়। প্রায় এক বছর পর গতকাল বৃহস্পতিবার প্রকল্পটি একনেকের সভায় উত্থাপন করা হয়। সভায় এটি অনুমোদন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বলেন, দায়িত্ব নেয়ার পর আমরা বিশ্ববিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা, যোগ্যতা এবং জবাবদিহিতার ওপর জোর দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কাজে ডিজিটালাইজেশনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকা- দ্রত বাস্তবায়ন করতে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীরা যাতে ভালোভাবে পড়াশোনা ও গবেষণা কাজ করতে পারে সেজন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। এরই অংশ হিসেবে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকা-ে প্রকল্পটি অনুমোদন হাতে নেয়া হয়েছে।