রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) পুনঃনির্মাণের দাবিতে প্রতিবাদ র্যালি করেছে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। গতকাল শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাংস্কৃতিক কর্মীদের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন টিএসসিসি ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু আমাদের দাবি অনুযায়ী যে নকশা ছিল সে অনুযায়ী ভবন নির্মাণ করা হয় নি। সাংস্কৃতিক চর্চার পথকে বন্ধ করে দেবার জন্য চক্রান্তের মাধ্যমে এ ভবনটা নির্মাণ করা হয়েছে। আমরা এ ভবনটা বাতিলের দাবি জানাচ্ছি সেই সাথে পুর্ণাঙ্গ টিএসসিসি ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।
সমাবেশে বক্তব্য দেন দর্শন বিভাগের অধ্যাপক এসএম আবু বকর, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য কামার উল্লাহ সরকার, বিশ^বিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, রাবি শাখা বাংলাদেশ গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ইন্দ্রোজিত কুমার প্রমুখ।
সমাবেশে সংহতি জানান অনুশীলন নাট্যদলের সভাপতি অধ্যাপক মলয় ভৌমিক, বিশ^বিদ্যালয় থিয়েটারের সভাপতি অধ্যপক শাহ আজম শান্তনু, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠির রাবি সংসদের সভাপতি গোলাম সারওয়ার।
রফিকুল ইসলাম