মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রয়াত শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মরহুম অধ্যাপক আ ন ম সালেহ্ এর ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিাবার (০৪ জুলাই)। এ উপলক্ষে মাদার বখ্শ্-সালেহ্ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচিগুলো হলো- ০৪ জুলাই তারিখে রাজশাহী হেতেম খাঁ গোরস্থানে আ ন ম সালেহ’র কবর জিয়ারত ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
বিকাল ৫টায় (বাদ আসর) রাজশাহী শহরের ৮নং ওয়ার্ড-এর সিপাই পাড়া বায়তুল আতিক জামে মসজিদে মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। ০৫ জুলাই তারিখে রাজ-মেট্রো ৯৭ ব্যাচ বন্ধুমহলের সহযোগিতায় রাজশাহী জেলার কাটাখালী পৌরসভার শ্যামপুর নুরানী তালিমুল কোরআন ও হাফিজিয়া মাদ্রাসায় ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প’ আয়োজন করা হয়েছে।
এখানে বিনামূল্যে দরিদ্র শিশুদের দাঁত ও মাড়ির স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং শিশুদের দাঁতের পরিচর্যা সম্পর্কে অবহিত করা হবে। ০৬ জুলাই সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত রাজশাহী শহরের ছোটমনি নিবাসে মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হবে।