বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৫তম সম্মেলন আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরদিন ৮ ডিসেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর ছাত্রলীগের গুরুত্বপূর্ণ এ দু’টি বিশ্ববিদ্যালয় শাখায় সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব দেয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
গতকাল সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় রুয়েট ও রাবি শাখার সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্মেলনের মাধ্যমে দু’টি শাখার নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। ওই দুই শাখার বর্তমান নেতাদের সম্মেলনের প্রস্তুতির বিষয়ে দ্রুত দিক নির্দেশনা দেয়া হবে।
এদিকে নানা জল্পনা-কল্পনা শেষে চূড়ান্তভাবে রাবি ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণায় উজ্জীবিত হয়েছেন নেতাকর্মীরা। নেতৃত্বে আসতে দৌঁড়ঝাপ শুরু করেছেন প্রার্থীরা।
২০১৩ সালের ১২ সেপ্টেম্বর রুয়েট এবং ২০ জুলাই রাবি ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়। সম্মেলনে দু’টি শাখার এক বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়। তবে এক বছর মেয়াদি কমিটি দিয়ে সাড়ে তিন বছর চলছে।
সাম্প্রতি বিশ্ববিদ্যালয় শাখা দু’টিতে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে ছাত্রলীগ। চেইন অব কমান্ড ভেঙে পড়েছে, মূল কমিটির বেশিরভাগ নেতা ক্যাম্পাস ছেড়েছেন। ফলে নেতাকর্মীদের অপকর্মে নাজুক হয়ে পড়েছে ছাত্রলীগ। গত ১১ নভেম্বর দু’গ্রুপে সংঘর্ষে রুয়েট বন্ধ ঘোষণা করা হয়।
রফিকুল ইসলাম