রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ শিক্ষক সভাপতির প্রতি অনাস্থা জ্ঞাপন করে উপাচার্যের কাছে অভিযোগ দেবার পর সভাপতিও ওই শিক্ষকদের বিরুদ্ধে উপাচার্যের কাছে অভিযোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিমা জামান এ অভিযোগ দেন।
অভিযোগে বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে টাকা আত্মসাৎসহ নানা অভিযোগ এবং তার স্বপক্ষে প্রমাণাদি সংযুক্ত করেন বিভাগীয় সভাপতি ড. নাসিমা জামান। তিনি বলেন, ‘শিক্ষকদের নানা অপ্রসংসনীয় ও মার্যাদা হানিকর কার্যক্রমের প্রতিকার চেয়ে উপাচার্যের কাছে অভিযোগ দিয়েছি। এখন তিনি ব্যবস্থা নিবেন।’
অভিযোগের প্রেক্ষিতে ১১ শিক্ষকের পক্ষে অধ্যাপক ড. এম আমিনুর রহমান বলেন, ‘অভিযোগ দিয়েছে শুনেছি। এখন যদি প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়, তবে আমরা তার উত্তর দিবো। যে অভিযোগগুলো করেছে সবই ভিত্তিহীন।’