রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
নুর-ই-ইশরাককে সভাপতি ও সাধারণ সম্পাদক আহসান হাবিব- সোনার দেশ
নুর-ই-ইশরাককে সভাপতি ও আহসান হাবিবকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার রাবি সায়েন্স ক্লাবের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সায়েন্স ক্লাবের সদ্য সাবেক সভাপতি চৌধুরী আরিফ জাহাঙ্গীর নতুন এ কমিটি ঘোষণা করেছেন।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি শাহাদত হোসেন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম।
গতকাল নতুন কমিটির নাম ঘোষণার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. আবু রেজা, ক্লাবের প্রতিষ্ঠাতা জহুরুল ইসলাম মুন এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক খাইরুল হাসান প্রমুখ।