সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় শুভেচ্ছা প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, রাজশাহী। শনিবার (১ জুন) বিকেল ৪ টায় নগর ভবনের মেয়র দপ্তরে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
মতবিনিময় সভায় সমিতি’র পক্ষ শুভেচ্ছা জানিয়ে সমিতি’র সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সমিতির-সভাপতি ও রাজশাহী কলেজ’র-সাবেক অধ্যক্ষ মুহা: হবিবুর রহমান, সমিতি’র সাধারণ-সম্পাদক প্রকৌশলী মো: আশরাফুল ইসলাম, অফিস-সম্পাদক এ.বি.এম আকতারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।