রাসিক মেয়রের সঙ্গে জিআইজেডের প্রতিনিধিবৃন্দের সভা

আপডেট: আগস্ট ৩, ২০১৭, ১:২৩ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


নগরীর সাহেব বাজার এলাকায় আধুনিক শ্লটার হাউস নির্মাণের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে জিআইজেডের প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে মেয়রের দফতর কক্ষে এ সভায় রাসিকের কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে জিআইজেড প্রতিনিধিদলের টিমলিডার রিয়াজ চৌধুরী প্রকল্পের সার্বিক দিক তুলে ধরে আগামী আক্টোবর মাসে সাহেব বাজার এলাকায় শ্লটার হাউস কাম বায়োগ্যাস প্লান্ট স্থাপনের বিষয়টি মেয়রকে অবহিত করেন। তিনি আরও জানান, এ প্রকল্পের কাজ আগামী বছরের মার্চের মধ্যে শেষ হবে। মেয়র মহোদয় প্রকল্পের কার্যক্রম অতি দ্রুততম সময়ে শুরু করতে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময়কালে জিআইজেডের (আরইইইপি) প্রকল্পের প্রোগ্রাম কো-আডিনেটর আল মুদাব্বির বিন আনাম, রাসিকের প্যানেল মেয়র -১ ও ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ারুল আমিন আযব, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, রাসিকের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, মাননীয় মেয়রের একান্ত সচিব ওয়ালিদ হাসান মাহমুদ, ভ্যাটেরিনারি সার্জন ডা. মো. ফরহাদ উদ্দিন ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ