মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি:
মোহনপুরে পুলিশ পাহায়ায় রায়ঘাটী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে) বিকেলে হাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সম্মেলনে ১ নং এবং ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। দুই গ্রুপের উত্তেজনাকর পরিরিস্থি সামাল দিতে পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়।
সম্মেলনে ৭ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রতাপ কুমার সভাপতি এবং মাসুম আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে ১ নং ওয়ার্ডে উত্তেজনাকর পরিস্থিতে ভোট গ্রহণের মাধ্যমে খাজেল সভাপতি এবং লায়েব আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
তবে স্থানীরা জানান, পুলিশের সহযোগিতায় শান্তিপুর্ণ পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ, সহসভাপতি রুস্তম আলী প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র শহিদুজ্জামান, রায়ঘাটী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য চেয়ারম্যান বাবলু হোসেন প্রমূখ।
পুলিশ মোতায়েনর বিষয়ে জানতে চাইলে মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি রুস্তম আলী প্রামাণিক বলেন দলের পক্ষ হতে পুলিশ ডাকা হয়নি। বেশি মানুষের উপস্থিতির খবর পেয়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ আসতে পারেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, দলীয় নেতৃবৃন্দের চাহিদায় শান্তিশৃঙ্খলার লক্ষে পুলিশ পাঠানো হয়েছিল।