রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে বিতরণের জন্য পানি, স্যালাইন, ছাতা, লিফলেট, ক্যাপ হস্তান্তর

আপডেট: মে ৭, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


তাপদাহের চলমান পরিস্থিতিতে রাজশাহী সিটি কর্পোরেশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের যৌথ উদ্যোগে রাজশাহী মহানগরীর গরীব ও অসহায় মানুষ ও পথচারীদের মাঝে পানি, স্যালাইন, ছাতা, লিফলেট, ক্যাপ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। মঙ্গলবার নগর ভবনে মেয়র দপ্তরে পানি, স্যালাইন, ছাতা, লিফলেট, ক্যাপ সামগ্রী রেড ক্রিসেন্ট সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান এএইচএম খায়রুজ্জামান লিটন। সংবাদ বিজ্ঞপ্তির।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার প্রফেসর ড. চৌধুরী সারোয়ার জাহান, রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের সদস্য বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, প্রফেসর ফরিদা সুলতানা, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version