রেমালের দাপটে পশ্চিবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টি

আপডেট: মে ২৭, ২০২৪, ১:১১ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


রাত বাড়ার সঙ্গে সঙ্গেই দাপট বাড়ছে ঘূর্ণিঝড় রেমালের। ঘন্টাখানেক আগেই রেমালের আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, এই ল্যান্ডফল প্রক্রিয়ার কারণে অন্তত ৪ ঘণ্টা ধরে প্রবল তাণ্ডব চলবে। তবে প্রথমভাগ আছড়ে পড়তে শুরু করার সঙ্গে সঙ্গেই প্রবল দাপট দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড়। শুরু থেকেই পরিস্থিতি মোকাবিলায় তৈরি রাজ্য প্রশাসন।

রবিবার রাতে জরুরি বৈঠক করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত রাজভবন, পুরসভা। রাজভবনের পক্ষে দুর্যোগ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করা হয়েছে। সাধারণ মানুষের জন্য রাজভবন খোলা থাকবে বলেও জানানো হয়েছে।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, জেলায় জেলায় শুরু হয়েছে প্রবল ঝড়, বৃষ্টি। খাস কলকাতাতেও বাড়ছে ঝড় এবং বৃষ্টির দাপট। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষিণ চব্বিশ পরগনায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে লক্ষাধিক মানুষকে।

উত্তর চব্বিশ পরগনার প্রায় ৩০ হাজার মানুষকে অন্যত্র সরানো হয়েছে বলে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুরের প্রায় ২৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হাওড়াতেও পরিস্থিতি বিচারে প্রায় দেড় হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ