বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৬ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহনের আহ্বান জানিয়েছেন, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় মহানগর আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এর সাথে স্বাক্ষাত করেন। স্বাক্ষাতকালে প্রতিনিধি দলের নেতারা রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারি সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মহাব্যবস্থাপকের প্রতি আহ্বান জানান। এ সময় টিকেট কালোবাজারি প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য প্রতিনিধি দলের নেতারা একটি পত্র তার হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবিসহ রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের নেতারা।