সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
মায়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যা ও নির্যাতন বন্ধের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা জাসদ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তব্য দেন, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক রামিম হোসেন, জাসদ নেতা মনিরুজ্জামান মনির প্রমুখ। বক্তারা মায়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যা ও নির্যাতন বন্ধ ও বিশ^বাসীকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।