র‌্যাবের অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ডিসেম্বর ৫, ২০২২, ১১:১৪ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


র‌্যাবের ২টি পৃথক অভিযান পরিচালনা করে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২ হাজার ৮০ লিটার চোলাইমদ ও ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়। র‌্যাব জানায়, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরের গুরুদাসপুরের চন্দ্রপুর তুলাধানা এলাকায় অভিযান পরিচালনা করে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে শ্রী কমল চন্দ্র পাহাড়ী (৫০), শ্রী মিলন পাহাড়ী (২৭), শ্রী নিপেন পাহাড়ী (৩৬), শ্রী স্বপন পাহাড়ী দুখুকে (২৫) গ্রেফতার করা হয়। অপরদিকে, নাটোর জেলার সদর থানাধীন দক্ষিণ ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আলমগীর হোসন (২৫), আল-আমিন (২৫), রাশিদুল ইসলামকে (১৯) গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ