লালপুরে জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট: মে ৩১, ২০২৪, ৮:১২ অপরাহ্ণ


লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকালে উপজেলার গৌরিপুরে প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমানের বাসভবনে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসির আরশাদ রাজনের সভাপতিত্ব অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ