লালপুরে বাড়ির ভেন্টিলেটর ভেঙে ৩ লাখ টাকাসহ ১২ ভরি স্বর্ণ চুরি

আপডেট: ডিসেম্বর ৫, ২০২২, ১১:০৮ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে এনায়েত হোসেন নামে এক কোর্টের প্রেসকারের তিনতলা বাড়ির ভেন্টিলেটর ভেঙে ৩ লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণ চুরির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া মহল্লায় এঘটনা ঘটে। ভুক্তভোগী ওই মহল্লার এমাজ উদ্দিনের ছেলে ও নাটোর কোর্টের প্রেসকার হিসেবে কর্মরত।

ভুক্তভোগী এনায়েত হোসেন জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির সব গেটে তালা দিয়ে তারা ঢাকায় যান। ওই সময় বাড়িতে কেউ ছিল না। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ফিরে তাদের বসবাসের তিনতলার ঘরের ভেন্টিলেটর ভাঙা দেখতে পান। ঘরে প্রবেশ করে দেখেন আলমারি ভেঙে ১২ ভরি সোনা এবং তিন লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।