লাল গামছা দেখে থামলো ট্রেন, রক্ষা পেলেন শতাধিক যাত্রী

আপডেট: মে ৮, ২০২৪, ২:৫৬ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ঈশ্বরদী-রহনপুরগামী ৫৭ নম্বর আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেন। রেললাইন ভাঙা দেখে লাল গামছা উড়িয়ে ট্রেনের গতি থামান স্থানীয়রা। এর ফলে কয়েকশো ট্রেনযাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
বুধবার (৮ মে) সকাল ৮টায় ঈশ্বরদী-রাজশাহী রেলরুটের নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন ঢোকার আগমুহূর্তে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী লোকোমোটিভ সহকারী লোকোমাস্টার সাইফুল ইসলাম সবুজ জানান, বুধবার সকাল ৭টায় ঈশ্বরদী রেলওয়ে জাংশন স্টেশন থেকে ৫৭ নম্বর আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেন রহনপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। নাটোরের আবদুলপুর রেলস্টেশন অতিক্রম করে রাজশাহী অভিমুখে যাওয়ার সময় সকাল ৮টার দিকে ট্রেনটি লোকমানপুর রেলস্টেশনে ঢোকার আগ মুহূর্তেই দেখা যায়, কয়েকজন এলাকাবাসী লাল গামছা ধরে রেললাইনের পাশে দাঁড়িয়ে ট্রেন থামানোর ইঙ্গিত দিচ্ছেন।

বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে লোকোমাস্টার আজিজুর রহমান (ট্রেনের চালককে) ট্রেন থামিয়ে দিতে বলেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঈশ্বরদী-রাজশাহীর মধ্যকার লোকমানপুর স্টেশনের ১ কিলোমিটার দূরে ১০ ইঞ্চি রেললাইন ভাঙা।

সাইফুল ইসলাম জানান, ৩০ কি.মি. গতিতে ট্রেনটি লোকমানপুর রেলস্টেশনে প্রবেশ করছিল। এ সময় রেললাইনে লাল গামছা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ট্রিনটি থামানো হয়। পরে জানতে পারি প্রায় ১০ ইঞ্চি রেললাইন ভাঙা। তাৎক্ষণিক বিষয়টি পাকশী বিভাগীয় রেলওয়ের কন্ট্রোল অফিসে অবগত করা হয়েছে।
তথ্যসূত্র: বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version