বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির নেতৃবৃন্দ অসুস্থ নগর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনকে গতকাল শনিবার দেখতে যান। এসময় তারা সিটি কর্পোরেশনের বৃদ্ধিকৃত সকল ট্যাক্স এবং নাগরিকদের নানা রকম সমস্যা নিয়ে আলোচনা করেন।
লিটন ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও নাগরিক সমন্বয় কমিটির নেতৃবৃন্দকে বলেন তিনি সুস্থ হয়ে সদর আসনের সাংসদ, সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং নাগরিক সমন্বয় কমিটির নের্তৃবৃন্দকে নিয়ে আলোচনা করে হোল্ডিং ট্যাক্সসহ সকল ট্যাক্স সহনীয় পর্যায়ে নির্ধারণ করবেন এবং অন্যান্য সমস্যাগুলোর সুষ্ঠু সমাধান দিবেন।
এই হরতালের সঙ্গে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির কোন সম্পৃক্ততা নাই বা সমর্থন করে না। রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটি মনে করে, যেই মুহুর্তে সমস্যা সমাধানের ক্ষেত্র তৈরী হয়েছে ঠিক সেই সময় হরতাল আহ্বান করে নাগরিকদের জন জীবনে দূর্ভোগ সৃষ্টি করার কোন যোক্তিকতা নাই। এসময় তারা লিটনের রোগমুক্তি কামনা করেন।