বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার সন্ধ্যায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যায়ের শহীদ মিনার মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা এসময় হাতে প্রদীপ নিয়ে শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ক্যাম্পাসে একের পর এক হত্যা হচ্ছে। কিন্তু আমরা এখনও কোনও হত্যার বিচার দেখতে পাইনি। বারবার বিচারের দীর্ঘসূত্রিতা দেখতে হয়। আমরা বিচারহীনতা দেখতে চাই না। লিপু হত্যার বিচার চাই।
সমাবেশে থেকে সকল শ্রেণি-পেশার মানুষকে এসব হত্যার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য দেন, বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান, আতিক সাদ্দাম, রাশেদ রিন্টু, হোসাইন মিঠু প্রমুখ।
গত ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ডাইনিংয়ের পাশেল ড্রেন থেকে মোতালেব হোসেন লিপুর লাশ উদ্ধার করা হয়।