মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
আজ রাজশাহীতে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি একদিনের সরকারি সফরে রাজশাহী আসছেন। শিক্ষামন্ত্রী আজ বৃহস্পতিবার (২ জুন) বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে বিমানে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন।
বুধবার (১ জুন) দুপুরে সরকারি এক তথ্য বিবরণীতে এই কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে- সফর সূচি অনুযায়ী এদিন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বেলা ১২টায় রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে (খড়খড়ি বাইপাস) সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। বিকেল সাড়ে ৩টায় তিনি রাজশাহী শিক্ষাবোর্ডের মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।
সেখানকার অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৪টায় রাজশাহী শিক্ষাবোর্ড কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। সন্ধ্যায় বিমানে ঢাকার উদ্দেশে রাজশাহী ছাড়বেন তিনি।