শিবগঞ্জে একজনের মৃত্যু

আপডেট: এপ্রিল ২০, ২০২৪, ১০:২৯ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুবাহী ট্রাক্টর যাতায়াতে বাঁধা দেয়ার ঘটনাকে কেন্দ্রে করে মারামারির ঘটনায় আহত নুহু আলি (৪২) মারা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নুহু ঠুঠাপাড়া গ্রামের মৃত আফান উদ্দিনের ছেলে। হাসপাতালে নুহুর সাথে থাকা তার ছেলে অসিম উদ্দিন জানান, তার বাবা আজ শনিবার দুপুর দুই টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে আইসিইউতে থাকা অবস্থায মারা যান।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মারামারির ঘটনায় আগে মামলা হয়েছে। ওই মামলার সাথে একটি মার্ডার মামলা যুক্ত হবে।
উল্লেখ্য, যে গত বুধবার দুপুরে ঠুঠাপাড়ায় তারাপুরপোড়া গ্রামের বাবু মাটি ভর্তি ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র গত বৃস্পতিবার সকাল থেকে দুপুর দুই টায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় নুহু সহ প্রায উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়।

আহতরা হলো, কালু (১২), মিঠন আলি (২০), মাহিদুর রহমান (২৫), অসিম (২৬), খাইরুল ইসলাম (৩০), কামাল (৩২), গোলাম আলি (৫০), এনামুল হক (৫৫), তাবজুল হোসেন (৬০), জসিম উদ্দিন, রাজ্জাক উদ্দিন ও নুহু আলি এবং তারেক মনোয়ার।

Exit mobile version