শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে সানাউল্লাহ (১০) নামে মানসিক ভারসাম্যহীন এক শিশুর মুত্যু হয়েছে। সানাউল্লাহ হলো শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের চামাভান্ডার গ্রামের জাহির আলির ছেলে। ঘটনাটি ঘটেছে একই উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি ঘাট এলাকায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে।
এলাকাবাসী ও শিবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, শিশুটি তার নানা বাড়ি কানছিঁড়া গ্রামের বেড়াতে গিয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বোগলাউড়ি ঘাটে গোসল করতে নেমে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা জানতে পেরে ছেলেটিকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।