শিবগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

আপডেট: মে ৩, ২০২৪, ৯:২৭ অপরাহ্ণ


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


শিবগঞ্জে বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত, কষ্টে আছে গাছপালাসহ পশুপাখি। ফলে বৃষ্টির আশায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশেষ নামাজ (ইসতিসকার) আদায় করেছে কয়েকশো মুসল্লি। শুক্রবার (৩ এপ্রিল) সকালে স্থানীয় যুব সমাজের আয়োজনে কানসাট রাজবাড়ি স্টেডিয়াম মাঠে খোলা আকাশের নিচে এই বিশেষ নামাজ করা হয়। প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে দুই রাকাত নামাজ আদায় করে সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য ক্ষমা ও বৃষ্টির চেয়ে দোয়া করেছেন তারা।

এ বিশেষ নামাজ আদায় শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ নামাজ ও দোয়া পরিচালনা করেন কাগচিপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শফিকুল ইসলাম। এ সময় নামাজে আদায় করেন কানসাট ইউপি সদস্য সাইদুর রহমান মিন্টু ও তেলকুপি বিজিবি ক্যাম্প জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম খলিল। একইভসবে ও একই কারণে শুক্রবার ডকাল সাড়ে আটটায় মনাকষা বিওপির সামনে ছত্রাজিতপুর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলামের ইমামতিতে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আূায় করে বিশেষ মোনাজাত করা হয়।

Exit mobile version