বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৫ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:
শিবগঞ্জে কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়- সোনার দেশ
শিবগঞ্জে ৬০ জন কৃষকের মাঝে ৩ হাজার ৮শ ৭০টি মাল্টা ও কাগজী লেবুর চারা, পরিমাণ মত ডিএপি, এমওপি, চুন, জিপসাম, বোরুন ও দস্তা সার এবং ১টি করে হ্যান্ড স্ক্যাচার ও ১টি করে সিকেচার দেয়া বিতরণ করা হয়েছে।
সোমাবার (৯ জুন) দুপুরে শিবগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ এসএম আমিনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র এ আর আজরী এম কারিবুল হক রাজিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও ভাইস চেয়ারম্যান শিউলী বেগম। এছাড়া ৬০ জন কৃষক-কৃষাণীকে দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়।