শিবগঞ্জ সীমান্তে পিস্তলসহ ফেনসিডিল উদ্ধার

আপডেট: জানুয়ারি ৫, ২০১৭, ১২:০৮ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি


শিবগঞ্জ সীমান্তে অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুর দেড়টায় মাসুদপুর বিওপির একটি টহল দল মাসুদপুর সীমান্ত এলাকায় চৌধুরী চড়ানচর এলাকায় ভারত থেকে আসা এক চোরাচালানিকে ধাওয়া করলে সে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঐ বস্তা থেকে একটি পিস্তুল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।
অন্যদিকে, একই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্ত এলাকা থেকে ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বিজিবির ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় তেলকুপি বিওপির কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি দল তেলকুপি সীমান্ত এলাকার পিলার ১৮০/৭-এস এর  ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি লম্বাপাড়া মাঠ এলাকা থেকে ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। তবে এ দুটি ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি বলে তিনি জানান। তিনি আরো জানান আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিন শিবগঞ্জ থানায় ও ফেনসিডিল মাদক অধিদফতরের অফিসে জমা দেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ