সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে শোকাবহ আগস্টের কর্মসূচির শুরু করেন নগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ নেতৃবৃন্দ-সোনার দেশ
শুরু হয়েছে শোকের মাস আগস্ট। এই মাসটি বাঙালির জন্য অশ্রু ও বেদনার মাস। গত সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে শুরু হয় এ মাসের কর্মসূচি। শোবের এ মাসটি নিয়ে রাজশাহী নগর ও জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে কুমারপাড়া নগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটেন, সহসভাপতি শাহিন আক্তার রেনী, মীর ইকবাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মোহাম্মদ আলী কামাল, নিঘাত পারভীন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবুল, নাইমুল হুদা রানা, দপ্তর সম্পাদক মাহবুব-উল-বুলবুল, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, উপ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম দোলন, উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, সদস্য এনামুল হক কলিন্স, আহসানুল হক পিন্টু, নজরুল ইসলাম তোতা, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শাহ্মখদুম থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু প্রমুখ।
এর আগে দলীয় কার্যালয়ে ওড়ানো হয় জাতীয়, দলীয় ও কালো পতাকা। পালন করা হয় নিরবতা। নগর আওয়ামী লীগ ছাড়াও স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এনিয়ে মাসব্যাপী নানান কর্মসূচিও হাতে নিয়েছে নগর আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগ : জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচি অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাচ ধারণ করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগের উদ্যোগে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ। র্কমসূচিগুলোতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বদরুজ্জামান রবু, আব্দুল মজিদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান, আলফোর রহমান, উপ-দফতর সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মর্জিনা পারভীন, জেলা শ্রমিকলীগের সভাপতি আবদুুল্লাহ খান, সাধারণ সম্পাদক মো. আজাদ আলী, জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক মোসা. বিপাশা খাতুন, জেলা যুবলীগের নেতা আলী আজম সেন্টু, শাহাদত হোসেন পিন্টুসহ জেলার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জয় বাংলা পরিষদ : দিবাগত রাত ১২টা ১ মিনিটে লক্ষীপুর মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং মোমবাতি প্রজ্জ¦লন করে ভয়াবহ আগস্ট মাসের কর্মসূচি শুরু করা হয়। এই কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন, জয় বাংলা পরিষদের আহ্বায়ক রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুজ্জামান শফিক। উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান, দফতর সম্পাদক মো. ফারুক হোসেন ডাবলু, উপ-দফতর সম্পাদক প্রভাষক মো. শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শফিকুল সরকার, নগর যুবলীগের নেতা অ্যাডভোকেট. মাজেদুল ইসলাম শিবলী, জেলা যুবলীগের নেতা রফিকুজ্জামান রফিক, শাহাদত হোসেন পিন্টু, রাজপাড়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন রুবেল, সাবেক সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন, নগর ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক সোহরাওয়ার্দী পাভেজ, সদস্য ইঞ্জিনিয়ার সোহেল, ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এমিলসহ জয় বাংলা পরিষদের কর্মী, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।