সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
শোক দিবসের বিশাল র্যালিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা-সোনার দেশ
বঙ্গবন্ধুর আদর্শকে স্মরণ করে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে নগরীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি শোক আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করেছেন নগরীর মানুষ। শোক-শপথে স্বপথে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত হয় স্লোগানে ও আলোচনায়। দিবসটি উপলক্ষে কালোব্যাজ ধারণ, মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
মহানগর আওয়ামী লীগ : নগর আ’লীগ : জাতীয় শোকদিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিলো সূর্যোদ্বয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল থেকে মাইকযোগে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার, সকাল পৌনে ৯টায় কালোব্যাচ ধারন, সকাল ৯ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, সকাল ১০ টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে শোকর্যালি, সকাল সাড়ে ১০ টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল, দুপুর সাড়ে ১২টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে মানবভোজ বিতরণ করা হয়।
এরপরে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি শাহীন আকতার রেনী, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, নওশের আলী, মোহাম্মদ আলী কামাল, সৈয়দ শাহাদৎ হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্মসম্পাদক মোস্তাক হোসেন, রেজাউল ইসলাম বাবুল, নাঈমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ ও আসলাম সরকার, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী প্রমুখ।
নগর আ’লীগের দলীয় কার্যালয় থেকে শোকর্যালি বের করা হয়। আলাদা ব্যানারে শোকর্যালিতে অংশগ্রহণ করেন, নগর মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জেলা আ’লীগ : জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে লক্ষীপুর মোড়ে দলীয় কার্যালয়ে সামনে প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদৎ বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে এবং মোমবাতি প্রজ্জ¦লন করেন, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ। সূর্যোদ্বয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা অর্ধনমিত ও কালোপতাকা উত্তোলন করা হয়, কালো ব্যাজ ধারণ করে, দুপুর দেড়টায় টায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন, সারাদিনব্যাপি মাইকে বঙ্গবন্ধুর ভাষণ ও কোরআন তেলাওয়াত প্রচার করা হয় এবং সন্ধ্যায় লক্ষ¥ীপুর মোড়ে বঙ্গবন্ধু ও জাতীয় শোক দিবস ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র পদর্শিত হয়।
সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ ওমর ফারুক চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সমাজসেবী শাহীন আক্তার রেনী, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংসদ বেগম আখতার জাহান, অধ্যাপক জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, অ্যাডভোকেট মকবুল হোসেন খান, আব্দুল মজিদ সরদার, জেলা অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একরামুল হক, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মান্জাল, কামরুজ্জামান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান, আলফোর রহমান, আহসান-উল-হক মাসুদ, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ফারুক হোসেন ডাবলু ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন প্রমুখ।
সাংসদ বাদশা ও নগর ওয়ার্কার্স পার্টি : জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এছাড়া ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকেও নগরীর সাহেববাজারে জিরোপয়েন্টে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু ও সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবুসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন : জাতীয় শোক দিবস পালন করছেন জেলা প্রশাসন। জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে প্রশাসনের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভাগীয় এবং জেলা পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তারাও সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শোক দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- শিশু দিবসের ওপর কবিতা পাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতা, হামদ ও নাত প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও মোনাজাত। বিভিন্ন স্থানে প্রদর্শন করা হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত প্রামান্যচিত্র। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মাইকে প্রচার করা হচ্ছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। দুস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে খাবার।
জেলা পরিষদ : দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এরপর সেখানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক এএইচএম খালিদ ওয়াসি কেটুসহ জেলা পরিষদের সকল সদস্য, নারী সদস্য এবং কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাবিতে এদিন সকাল ৮টায় উপাচার্য বাসভবনের সামনে থেকে একটি শোকর্যালি বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিভিন্ন বিভাগ, হল, ছাত্র সংগঠন, রাজনৈতিক-সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আলাদা আলাদা ব্যানার নিয়ে অংশগ্রহণ করে।
পরে র্যালিটি প্যারিস রোড প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিভিন্ন বিভাগ, হল, ছাত্র সংগঠন, রাজনৈতিক-সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপউপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, রেজিস্ট্রার প্রফেসর এমএ বারী, প্রক্টর প্রফেসর লুৎফর রহমান, বিভিন্ন হলের প্রধ্যাক্ষ, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের আগে ১৫ই আগস্ট নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবাহান, উপউপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা প্রমুখ।
বক্তব্যে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে খাটো করার কোনো সুযোগ নেই। যার জন্য আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আর যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না, সংবিধানে বিশ্বাসী না; তারা কখনো এই দেশ পরিচালনা করতে পারে না। তিনি বঙ্গবন্ধুর জীবনাদর্শ সর্ম্পকে জেনে তা অনুসরনের চেষ্টা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এদিকে শোক দিবস উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় শেখ রাসেল মডেল স্কুলে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা। সকাল সাড়ে ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে অনুষ্ঠিত হয় রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন উপউপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা।
সকাল ১০টায় শেখ রাসেল মডেল স্কুলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান বক্তা ছিলেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম আখতার জাহান। অতিথি ছিলেন উপউপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষা গবেষণা ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক মো. আনসার উদ্দিন।
স্কুলের অধ্যক্ষ মোমেনা জীনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপাধ্যক্ষ কামরুন্নেছা লেখা এবং সঞ্চালনা করেন স্কুলের শিক্ষিকা দেবশ্রী মন্ডল। আলোচনা সভা শেষে একটি নাটিকা পরিবেশন করা হয়। এদিন জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরানখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এ পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
রুয়েটে শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন ও হলগুলোতে কালো পতাকা ও জাতীয় পতাকা অর্ধ উত্তোলন। এরপর সকাল সাড়ে ৯ টায় প্রশাসনিক ভবন থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগের নেতৃত্বে বের করা হয় এক বিশাল শোকর্যালি। শোকর্যালি রাজশাহী-ঢাকা মহাসড়ক ও রুয়েট ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির জনকের প্রতিকৃতিতে পু®পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়া বঙ্গবন্ধু হল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় শরীরচর্চা কেন্দ্রে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি কেন্দ্রীয় শরীরচর্চা কেন্দ্রের হল রুমে “বঙ্গবন্ধুর জীবন দর্শন ও শিক্ষা” নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোশাররাফ হোসেন, পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর মো. আব্দুস সোহবান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আব্দুল আলীম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য মো. রোকনুজ্জামান রোকন, ছাত্রলীগ রুয়েট শাখার সভাপতি নাইম রহমান নিবিড় ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন যথাক্রমে ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার ও উপ-পরিচালক (ছাত্রকল্যাণ) সিদ্ধার্থ শংকর সাহা।
এছাড়া কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতিরজনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়। উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব পবিত্র হজ্জ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করায় তার পক্ষে সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হাবিব বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএমএ,স্বাচিপ, শিক্ষক সমিতি ও নার্সিং এসোসিয়েশনের সদস্যবৃন্দ, মেডিকেল বিশ^বিদ্যালয়ে প্রেষণকৃত সচিব একরামুলহক, স্টোরকিপার ফয়সাল হায়দার, অফিস সহকারী অয়ন আযম প্রমুখ। পরে রামেক ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
বাউয়েট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎবার্ষিকি ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আর্মি ইউনিভারসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) দিনব্যপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। যার মাঝে, পাতাকা অর্ধনমিত করা, সালাম জানানো, আলোচনা সভা, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, কোরান খতম ও দোয়া মাহফিল। সকাল আটটায় পতাকা উত্তলন ও অর্ধনমিত করার মাধ্যমে দিনের কর্যক্রম শুরু করা হয় । ৯.৩০ ঘটিকায় অলোচনা সভা অরাম্ভ হয় এই অলোচনায় প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যলিয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার লে. কর্নেল জি এম অজিজুর রহমান এএফ ডাব্লুসি পিএস সি (অব.), অতিরিক্ত রেজিস্টার ড. মো. মোসাররফ হোসেন, সায়েন্স ও হিউম্যনিটিজ ফ্যাকালটির ডিন ড. মো. সাজ্জাদ হোসেন, কন্ট্রলার অব এক্সাম মো. শহিদুল উসলাম সহ সকল বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক কর্মকর্তা ও ছাত্র/ছাত্রী গণ । অলোচনা শেষে আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । বাদ জোহার বিশ^বিদ্যালয় মসজিদে কোরান খতম ও দোয়া অনুষ্ঠিত হয়।
রাজশাহী সিটি করপোরেশন : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষে গতকাল সকালে নগরভবন ওয়ানস্টপ বুথ চত্ত্বরে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন এন্ড এগ্রোনমি বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন, রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. খন্দকার মুজাহিদুল হক। বক্তব্য দেন, রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, সচিব খন্দকার মাহাবুবুর রহামান, প্রধান প্রকৌশলী ও কর্মকর্তা সমিতির সভাপতি আশরাফুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহাম্মদ মামুন।
সভায় রাসিকের ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মমতাজ মহল লাইলী, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, নির্বাহী প্রকৌশলী গোলাম মুর্শেদ, নির্বাহী প্রকৌশলী রেয়াজাত হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুনসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও সর্বস্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিটি কর্পোরেশন জামে মসজিদের পেশ ইমাম মওলানা ক্বারী মো. মামুনুর রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, মাননীয় মেয়রের একান্ত সচিব ওয়ালিদ হাসান মাহমুদ, মাননীয় মেয়রের ব্যক্তিগত সহকারী মো. আনোয়ার সাটিয়ার মধু।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপের প্রথম স্থান ৪নং ওয়ার্ডের সুমাইয়া (প্রমি), দ্বিতীয় স্থান ১২নং ওয়ার্ডের মোসা. তাসনুভা তারাননুম, তৃতীয় স্থান ২৯নং ওয়ার্ডের জানাতুল, খ গ্রুপের প্রথম স্থান ২৫নং ওয়ার্ডের সকর্ণা সূত্রধর, দ্বিতীয় স্থান ১২নং ওয়ার্ডের ইসরাত জাহান হেনা ও তৃতীয় স্থান ৮নং ওয়ার্ডের ওহী বাবু অর্জন করে। বিচারকের দায়িত্বে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক সুজন সেন ও মমতাজ পারভীন।
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)-তে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে কর্মসূচি শুরু হয় এবং রাজশাহী মহানগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির একাডেমিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বরেণ্য কথাশিল্পী অধ্যাপক রাশেদা খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনবিআইইউ উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ নূরুল্লাহ, ট্রেজারার প্রফেসর অবায়দুর রহমান প্রমানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিফ কো-অর্ডনেটর প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম ওয়াজেদ আলী, শিক্ষক আব্দুল কুদ্দুস, হামিদুর রহমান, সাজু সরকার। ছাত্র উপদেষ্টা ড. মো. হাবিবুল্লাহের সঞ্চালনায় রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, ইংরেজি বিভাগের প্রফেসর আব্দুর রউফসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় : রাজশাহীর বরেন্দ্র বিশ্বদ্যিালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ১৫ আগস্ট সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় পতাকার অর্ধনমিত উত্তোলন, শোকের প্রতিক কালো পতাকা উত্তোলন ও কালোব্যাজ পরিধান এবং বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে এই দিবসটির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গকৃত একটি গানের ভিডিওচিত্র প্রদর্শন করেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক শেখ শেমন্তী। এর পরপরই শোক দিবস উপলক্ষে শুরু হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বিশ্বদ্যিালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তারিক সাইফুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শহীদুর রহমান, আইন বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক আনিসুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর এএইচএম মোস্তাফিজুর রহমান, ন্যাচর্যাল সায়েন্স বিভাগের কো-অর্ডিনেটর ড. মো. কামরুজ্জামান, জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মশিহুর রহমান এবং সিএসই বিভাগের কো-অর্ডিনেটর খাদেমুল ইসলাম মোল্লা।
আলোচনাসভায় আলোচকগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ প্রেমের আদর্শ নবীন প্রজন্মের মাঝে যেন ছড়িয়ে পড়ে সেই প্রত্যাশাই ব্যক্ত করেন। আলোচনা শেষে বরেন্দ্র বিশ্বদ্যিালয়ের স্বেচ্ছাসেবি সংগঠন প্রথম আলো বন্ধুসভা ও ছোট্টস্বপ্ন’র উদ্যোগে পথশিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবকগণ তাদের অক্লান্ত শ্রম দিয়ে অনুষ্ঠানটি সার্থক করে তোলেন।
জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আকরাম হোসেনের সঞ্চালনায় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিতি ছিলেন।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রাকাব ভবন চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহী’র উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক।
আলোচনা সভায় আরও বক্তব্য প্রদান করেন রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতি. দায়িত্ব) রফিকুল আলম চৌধুরী, মহাব্যবস্থাপক (প্রশাসন) খোন্দকার গোলাম মোস্তফা, মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) ইউনুছ আলী, রাকাব কর্মচারী সংসদ সিবিএ (রাজ-৬১১) এর সভাপতি এস এম আব্দুল হান্নান, অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শওকত শহীদুল ইসলাম, অফিসার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি আশরাফুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এম জি আজম, রাকাব মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক কমান্ড কাউন্সিলের ইউনিট কমান্ডার সামসুল হক। অনুষ্ঠানে প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট, এসইসিপি, স্থানীয় মুখ্য কার্যালয়, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, জোনাল কার্যালয়, জোনাল নিরীক্ষা কার্যালয় সহ রাজশাহী জোনের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী কলেজ : দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় রাজশাহী কলেজ রবীন্দ্র-নজরুল চত্বর থেকে একটি শোক র্যালি শুরু হয়ে নগরীর সোনাদিঘি মোড়, জিরো পয়েন্ট, আলুপট্টি মোড় হয়ে রাজশাহী কলেজ মিলনায়তনে এসে শেষ হয়। র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর আল ফারুক চৌধুরী সহ কলেজে শিক্ষকবৃন্দ।
পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সবার শুরুতে বঙ্গবন্ধুর স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল “বঙ্গবন্ধুর জীবন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা”। এসময় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।
আরইউজে : বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন রাজশাহীর সাংবাদিকরা। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সাংবাদিকরা এ দাবি জানান।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য আনিসুজ্জামান, সিনিয়র সাংবাদিক কাজী গিয়াস, শরীফ সুমন, আরইউজে কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম, নির্বাহী সদস্য সাইফুর রহমান রকি, জনাব আলী, সাবেক কোষাধ্যক্ষ তৈয়বুর রহমান প্রমুখ। সভায় সিনিয়র সাংবাদিক সুব্রত দাস, সিনিয়র আলোকচিত্রী সালাহউদ্দিন, শামীম হোসেন, আবুল কালাম আজাদ ও জহুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তির ঘৃণ্য চক্রান্তে ৭৫ এর আজকের দিনে (১৫ আগস্ট) একদল ঘাতকের পৈশাচিকতার শিকার হয়েছিলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু ও তাঁর পরিবার। কিন্তু তাতেও বাংলার মাটি ও মানুষের হৃদয় থেকে মহারাষ্ট্রনায়ক শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলা সম্ভব হয়নি। জাতি আজও শ্রদ্ধাভরে মনেপ্রানে ধারণ করে রেখেছে জাতির জনক বঙ্গবন্ধুকে। সভার শুরুতে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন : বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের আউটডোর সার্ভিস চালু ছিল। হাসপাতালে আগত রোগিদের বিনামূল্যে সুগার টেস্ট এবং চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসেবা পরামর্শ প্রদান করা হয়। এ সুবিধা সমিতির সাহেববাজার উপকেন্দ্রেও দেয়া হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া বঙ্গবন্ধু এবং তার পরিবারবর্গের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন, সমিতির যুগ্মসম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা। দোয়া পরিচালনা করেন, সমিতির মসজিদের ইমাম মাওলানা আব্দুস সাত্তার।
রাজশাহী মহিলা টিটিসি : যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে রাজশাহী মহিলা টিটিসিতে জাতীয় শোকদিবস-২০১৭ পালিত হয়েছে। রাজশাহী মহিলা টিটিসিতে সূর্যোদ্বয়ের সাথে সাথে অধ্যক্ষ নাজমুল হক এর নের্তৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও প্রশিক্ষক/শিক্ষক ও শিক্ষার্থীদের কালোব্যাচ ধারণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল সাড়ে ৮টায় দিবসের কর্মসূচির অংশ হিসেবে এ কেন্দ্রে শিক্ষার্থীদের দিবস ভিত্তিক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহিদদের মাগফেরাত এর লক্ষে কোরআন তেলাওয়াত করা হয়। কোরআন তেলাওয়াত শেষে সকাল ১০টায় প্রশিক্ষক/শিক্ষক ও শিক্ষার্থীর জন্য বঙ্গবন্ধুর জীবন দর্শন নির্ভর প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
সকাল ১১টায় জাতীয় শোক দিবসের উপর আলোচনা পর্ব শুরু হয়। অুনষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী মহিলা টিটিসির অধ্যক্ষ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন, কবি কুঞ্জের সদস্য শাহ্ নাওয়াজ প্রামাণিক সুমন। আলোচনা পর্বের শুরুতেই ১৯৭৫ সালের ১৫ই আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবার বর্গের সকল শহিদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা পর্বে জাতীয় শোক দিবসের আলোচনায় রাজশাহী মহিলা টিটিসির ছাত্রী, শিক্ষক/প্রশিক্ষকগণ অংশগ্রহণ করেন। আলোচনা পর্বের এক পর্যায়ে দিবস ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর জীবন দর্শন সম্পর্কিত বই তুলে দেন কেন্দ্রের অধ্যক্ষ নাজমুল হক।
দুপুর দেড়টায় বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচির শেষ প্রান্তে সকল শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণের মধ্যেদিয়ে দিবসের কর্মসূচি শেষ করা হয়।
রেশম উন্নয়ন বোর্ড : জাতীয় শোক দিবসে রেশম উন্নয়ন বোর্ডে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর্যের পরিবেশে রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয় ও পি৩ কেন্দ্র রাজশাহী উপজেলা রেশম সম্প্রসারণ কার্যালয় পবা রাজশাহীর সমন্বয়ে রেশম উন্নয়ন বোর্ডে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। দিনের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে শোক দিবসে গৃহিত কর্মসূচির সূচনা করা হয়। জাতীয় শোক দিবসের এই দিনে বোর্ডের মহাপরিচালক আনিস-উল-হক ভূইয়ার নেতৃত্বে সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল পৌনে ১১টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের সূচনা করা হয়। আলোচনা শেষে ১৫ আগষ্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন, রেশম উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ ও পরি.) কামাল উদ্দীন, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট এর পরিচালক জামালউদ্দীন শাহ্, সদস্য (উৎপাদন ও বাজার) সেরাজুল ইসলাম, সদস্য (সম্প্রসাণ ও প্রেষণা) এমএ মান্নান, সচিব জায়েদুল ইসলাম, বোর্ডের প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মনসুর আলী, বিক্রয় কর্মকর্তা সুকদেব হাজরা, সিবিএ সভাপতি আবু সেলিম ও সাধারণ সম্পাদক শামসুল হক এবং বীজ পরীক্ষক ফরহাদ হোসেন। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। সুমন ঠাকুর জনসংযোগ কর্মকর্তা অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় : হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে শহিদ এএইচএম কামারুজ্জামান অডিটরিয়ামে ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের সভপতি সরিফুল ইসলাম বাবু। প্রধান অতিথি ছিলেন, নূর কুতুবুল আলম মান্নান সহ-সভাপতি জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি ছিলেন, শাহাদত আলী শাহু সাধারণ সম্পাদক শাহমখদুম থানা আওয়ামী লীগ। সভায় বঙ্গবন্ধুর জীবনের উপর আলোচনা ও পরিবার বর্গের প্রতি সমোবেদনা জানানো হয়।
ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়লিয়া রাজশাহী : বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় মর্যাদায় জাতীয় পাতা উত্তোলনপূর্বক অর্ধনমিত করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর কর্মময় জীবনীর উপর রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কণ উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর উপদেশমূলক বক্তৃতা দিক নির্দেশনা প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী ও বিদ্যালয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এরপর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শোকর্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কুমারপাড়াস্থ স্বাধীনতা চত্বরে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
১২ নম্বর ওয়ার্ড আ’লীগ : বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। এরপর নগর আ’লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ১২ নম্বর ওয়ার্ড আ’লীগ সভাপতি আহসান, সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, সদস্য মামুন ও মিজানুর রহমান শামীমসহ ওয়ার্ড আ’লীগের নেতাকর্মীরা।
৩০ নম্বর ওয়ার্ড দক্ষিণ আ’লীগ : শোকদিবস উপলক্ষে ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) আ’লীগের দোয়া মাহফিল ও অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর মতিহার থানাধীন বিনোদপুর বাজারে এ মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়। ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) আ’লীগের সভাপতি শহিদুল হক শহিদের সভাপতিত্বে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, মতিহার থানা আ’লীগের সভাপতি মো. আলাউদ্দিন। এসময় নগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক এখলাসুর রহমান সাদ্দাম, ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বি নাহিদ, কৃষক লীগের সভাপতি তফিজুল হক ও সাধারণ সম্পাদক মোশাররফ, সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন এবং অর্থ সম্পাদক রেজাউল করিম উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে আরো ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) আ’লীগের জয়েন্ট সেক্রেটারি বাবর আলী, প্রচার সম্পাদক খালেদ মোশাররফ, মির্জাপুর এলাকা সমাজের তিন প্রধান ও সদস্য মেজবাহ প্রমুখ।
আরসিআরইউ : দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় রাজশাহী কলেজ রবীন্দ্র-নজররুল চত্বর থেকে কলেজের র্যালির সাথে একাত্মতা ঘোষণা করে একটি শোকর্যালি শুরু হয়ে নগরীর সোনাদিঘি মোড়, জিরোপয়েন্ট, আলুপট্টি মোড় হয়ে রাজশাহী কলেজ মিলনায়তনে এসে শেষ হয়।
র্যালি শেষে আরসিআরইউ’র কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরসিআরইউ’র সভাপতি শামসুননাহার সুইটির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, আরসিআরইউ’র উপদেষ্টা সৈয়দ আলী আহসান, আজমত আলী রকি, আরসিআরইউ’র প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও উপদেষ্টা ফেরদৌস সিদ্দিকী, আরসিআরইউ’র সাবেক প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক ও রাজশাহী সময় টিভির রিপোর্টার রাকিবুল হাসান, আরসিআরইউ’র অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান, দফতর সম্পাদক বাবর মাহমুদ, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক ফারিহা রহমান আন্নি, নির্বাহী সদস্য বাসির ফুয়াদ, আসাদুজ্জামান নূর, মরিয়ম সাথী, মোফাজ্জল হোসেন বিদ্যুৎ সহ আরসিআরইউ’র সহযোগী সদস্যবৃন্দ। সভা পরিচালনা করেন আরসিআরইউ’র সাধারণ সম্পাদক এম ওবাইদল্লাহ।
রাজশাহী আর্ট কলেজ : রাজশাহী আর্ট কলেজে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে প্রামাণ্য চিত্র প্রর্দশন এবং বিকালে আলোচনা সভা ও শিশু চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলেজের গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর মাসুদ চৌধুরী। স্বাগত আলোচনা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ইংরেজির প্রভাষক জামাল উদ্দীন। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
চিত্রাংকন প্রতিযোগিতায় ক-গ্রুপে সায়ন্তনী প্রামানিক প্রথম, রাকিন রহমান দ্বিতীয় ও সিমি তাসলিমা তৃতীয় স্থান অর্জন করে। খ-গ্রুপে নাফিসা তানজিম প্রথম, অরনী দ্বিতীয় ও আদর্শ চৌধুরী তৃতীয় স্থান অর্জন করে এবং গ-গ্রুপে রাজন্য ত্রিধা প্রথম, সাবরিনা আফরিন আরজু দ্বিতীয় ও শারলিনা নাতাসা তৃতীয় স্থান অর্জন করে।
রাজশাহী প্রেসক্লাব : গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে রাজশাহী প্রেসক্লাব আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মোবাইলফোনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক।
রাজশাহী প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম সারওয়ারের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট কলামিস্ট প্রশান্ত কুমার সাহা। প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্নদ্রষ্টা বললে খণ্ডিত করা হবে। তিনি স্বপ্ন দেখেছিলেন, সাত কোটি মানুষের ভেতরে তা সঞ্চারিত করেছিলেন, বাস্তবায়ন করেছিলেন এবং রক্ত দিয়ে বিরোধকারী চক্রকে প্রতিহিত করেছিলেন। এখানেই তিনি বঙ্গবন্ধু। তিনি পশ্চিমা গণতন্ত্রে বিশ্বাস করতেন না। বঙ্গবন্ধুর গণতন্ত্র ছিলো শোষিত মানুষের গণতন্ত্র।
আলোচনা করেন, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট সাংবাদিক আহম্মেদ সফিউদ্দিন, সেক্টর কমান্ডার ফোরাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, জাসদ মহানগর সভাপতি আশির দশকের ছাত্রনেতা নুরুল ইসলাম হিটলার, সাম্যবাদী দলের মহানগর সম্পাদক কমরেড মাসুদ রানা, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মনিরুল ইসলাম মাস্টার, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মর্জিনা পারভিন, দৈনিক উপাচার সম্পাদক ড. আবু ইউসুফ মোহাম্মদ সেলিম, রাজশাহী নিউ. গভ ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল আওয়াল আনসারী, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক রাশেদ রিপন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসলাম-উদ-দৌলা, মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, আওয়ামী লীগ নেতা পঙ্কজ দে, প্রজন্ম’র অনিক ইসলাম, সমাজউন্নয়ন কর্মী ইকবাল হাসান টাইগার প্রমুখ।
মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ : মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ১৫ আগস্ট সকাল ১০.৩০ মি টায় পদ্মা আবাসিক এলাকায় ক্যাম্পাসে আলোচনা সভা , বঙ্গবন্ধু ও বাংলাদেশ শির্ষক শিক্ষাথীদের মধ্যে রচনা প্রতিযোগিতা ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় পতাকার অর্ধনমিত উত্তোলন, শোকের প্রতিক কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ পরিধান। এর পরপরই শোক দিবস উপলক্ষে শুরু হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রা বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজের বিদ্যোতসাহী সদস্য সদরুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন কলেজের অভিভাবক সদস্য জিএম মাহাবুবুর রহমান উক্ত আলোচনা সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীকি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত। এছাড়াও আলোচক হিসাবে বক্তব্য রাখেন কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আকতার বানু ও ইংরেজি বিভাগের প্রভাষক আকতার জাহান
আলোচনাসভায় আলোচকগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ প্রেমের আদর্শ নবীন প্রজন্মের মাঝে যেন ছড়িয়ে পড়ে সেই প্রত্যাশাই ব্যক্ত করেন। শিক্ষাথী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে আজকের আলোচনাসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
কাঁকনহাট আওয়ামী লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্য বার্ষিকী উপলক্ষে গতকাল কাঁকনহাট আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে শোক র্যালি বেড় করে কাঁকনহাট পৌর বাজার প্রদক্ষিণ করে কাঁকনহাট উচ্চ বিদ্যালয়ে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর। প্রধান অতিথি ছিলেন কাঁকনহাট পৌর মেয়র ও কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল মজিদ। অন্যদের মধ্যে, মুক্তিযোদ্ধা এস.এম মহসিন খান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহার আলী, সাধারণ সম্পাদক সাদেক মাস্টার, ৭ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন, কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর বেলাল হোসেন, কাঁকনহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জালাল উদ্দিন দেওয়ান, শিক্ষক আব্দুল মালেকসহ সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও কাঁকনহাট উচ্চবিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং কাঁকনহাট পৌরসভার সকল ওয়ার্ডে একই কর্মসুচি পালন করা হয়।
লফস : উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) ও লফস কর্তৃক পরিচালিত পিনাকল স্টাডি হোম বিদ্যালয়ের এর যৌথ আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা লফস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লফস এর ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান।
সভায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনান এর আত্বার মাগফেরাত কামনা করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন সংস্থার আইন সম্পাদক অ্যাড. শাহিনুল হক মুন, সংস্থার নির্বাহী পরিচলাক শাহানাজ পারভীন, কোষাধ্যক্ষ শহিদুর রহমান, পিনাকল স্টাডি হোম এর প্রধান শিক্ষক সেকেন্দার হোসেন, সুশীল সমাজের প্রতিনিধি শিপক চন্দ্র দে, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুমতি সরকার, সুপারভাইজরা সুলতানা রিজিয়া সহ পিনাকল স্টাডি হামের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বশিরাবাদ দাওয়াতুল ইসলাম আলিম মাদ্রাসা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “৪২ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস” উপলক্ষে আলোচনা সভা, রচনা, হাম্দ/নাত, কবিতা আবৃত্তি, ক্বেরাত প্রতিযোগিতা এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া। অনুষ্ঠানে আলোচনা পেশ করেন মাদরাসার শিক্ষক মাওলানা আরিফুল ইসলাম, মফিজুর রহমান, নুরুজ্জামান, মাও. সাইদুল ইসলাম, মাওলানা কোবাদ আলী, মাও সোলায়মান কবির, মাওলানা আমির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সকল শিক্ষক,কর্মচারী ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল : মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতিয় শোক দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল (নওদাপাড়া) রাজশাহীর উদ্যোগে কালো ব্যাজ ধারণ, বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্প, আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল (নওদাপাড়া) রাজশাহীর ডাইরেক্টর প্রফেসর ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজশাহীর সভাপতি ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীর চক্ষু বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এস আর তরফদার, হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডা. মোহা. আল মামুন-আর রশীদ, হাসপাতালের সিনিয়র অফিসার ও প্রশাসনিক ইনচার্জ মো. সাইফুল আলম প্রমুখ।
কমেলা হক ডিগ্রি কলেজ : কমেলা হক ডিগ্রি কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সকাল ৭টায় কলেজের গভর্নিং বডির সভাপতি বাবু রাজকুমার সরকার, অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ নগর আ’লীগের কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
বরেন্দ্র কলেজ : এদিবস উপলক্ষে বরেন্দ্র কলেজের উদ্যোগে আলোচনা, কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ আলমগীর মো. আবদুল মালেকের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন, কৃষি বিষয়ের শিক্ষক সৈয়দা বদরুন নেসা, বাংলা বিষয়ের শিক্ষক জিয়াউন নাহার, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষক সিদ্দিকুর রহমান, কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর নুরুল আলম ও সদস্য মোর্শেদ মঞ্জুর হাসান প্রমুখ।
রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন : বঙ্গবন্ধুৃর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহী জজশিপ ও অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আদালত প্রাঙ্গণে শোকদিবস পালিত হয়।
রাজশাহী জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহাবুব উল হক এবং অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি লোকমান আলী ও সাধারণ সম্পাদক একরামুল হকের যৌথ নেতৃত্বে সকাল সাড়ে ৮টায় শোকর্যালি অনুষ্ঠিত হয়। এতে জেলা জজশিপের সকল বিজ্ঞ বিচারকমন্ডলী এবং রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। কর্মসূচির মধ্যে ছিল, কোরআনখানি, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষ রোপণ করা হয়। এরপর সকাল ১০টায় বারের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী সরকারি সিটি কলেজ: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুদ্দিন মোল্লা। স্বাগত বক্তব্য দেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রায়েজীদ বোস্তামী। প্রবন্ধ পাঠ করেন, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান শাহ মো. তৈয়বুর রহমান। আলোচক ছিলেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল হাই সিদ্দিকী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল ইসলাম প্রমুখ।
অগ্রনী ব্যাংক লিমিটেড: দিবসটি উপলক্ষে র্যালি আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে বঙ্গবন্ধুর জীবনের উপর আলোকপাত করেন, হীরেন্দ্রনাথ পাল, জাহিদ আলী প্রাং, আবদুল জব্বার, আতাউর হক প্রমুখ। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক আকরাম হোসেন, আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ওয়াহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন, রাজশঅহী সার্কেলের উপমহাব্যবস্থাপক তৌফিকুল ইসলাম।
সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষাক তৌহিদ আরা। পরে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সভাপতি পুরস্কার বিতরণ করেন।
শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র: দিবসটি উপলক্ষে আলোচনাসভা, ভিডিও চিত্র প্রদর্শণ, রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিল, কোরআন খানি, জাতয়ি সঙ্গীত পরিবেশন, কালো ব্যাচ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিত করণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ বেগম আখতার জাহান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালাহ্উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সমাজসেবী শাহীন আকতার রেণী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবিনা ইয়াসমিন।
রাণীবাজার উচ্চ বালিকা বিদ্যালয়: দিবসটি উপলক্ষে আলোচনাসভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত সাদেকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। দোয়া পরিচালনা করেন, সহকারী শিক্ষক আকরামুল হক।
ন্যাপ কমিউনিস্টপার্টি ছাত্র ইউনিয়ন: দিবসটি উপলক্ষে সকালে ভুবন মোহন পার্কে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধুর সহপরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে স্বাধীনতা চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চ নগর কমিটি: দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, সাবেক জেলা কমান্ডযার মুক্তিযোদ্ধা সাইদুর রহমান। দিবসটি উপর আলোচনা করেন, মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চ নগর কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মতিন, আনোয়ার ইকবাল বাদল প্রমুখ।
মসজিদ মিশন অ্যাকাডেমি: দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন, অধ্যক্ষ আকবর আলী। এসময় বক্তব্য দেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যাক্ষ এনামূল হক, সহকারী অধ্যাপক শাহাদৎ হোসেন প্রমুখ।
শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়: দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, প্রধান শিক্ষক মনোয়ারুজ্জামান খাসনবীশ, সহকারী প্রধান শিক্ষক খায়েরুল ইসলাম, সোহরাব আলী, হাসানুজ্জামান, সাইদুর রহমান প্রমুখ।
ইলা মিত্র শিল্পী সংঘ: দিবসটি উপলক্ষে নগরীতে শোক র্যালি ও পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেন করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন, সংঘের সভাপতি এসএম আবু বকর।
গভ. ল্যাবরেটরী হাইস্কুল: দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা প্রধান শিক্ষক মোহা. আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। পরে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুসহ তার সপরিবারের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া করা হয়।
২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগ: দিবসটি উপলক্ষে আবদুস সাত্তারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভা পরিচালনা করেন, খায়রুল বাসার। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপচার্য অধ্যাপক ওয়াজেদ আলী, একেএম জামান জুয়েল প্রমুখ।
বঙ্গবন্ধু কলেজ: দিবসটি উপলক্ষে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ জাতীয় সঙ্গীতের মাধ্যমে শোক দিবস পালন শুরু করে। সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু প্রতীকৃতিতে ফুলেল শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন অধ্যক্ষ . নূরুল ইসলাম। এর পর সকল শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা এক এক করে ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন। সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনায় শিক্ষার্থীদের বক্তব্যে ‘বঙ্গবন্ধুর চেতনায় নিজেদেরকে দেশ প্রেমিক ও কর্মদক্ষ করে গড়ে তুলে দেশের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।’
প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি উপাধ্যক্ষ মো. কামরুজ্জামানসহ ¯্নাতক (সম্মান) শ্রেণির বিভাগীয় প্রধানগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সঙ্গে আবেগঘন পরিবেশে শোক সভা তাৎপর্যপূর্ণ হয়ে উঠে। অধ্যক্ষ নূরুল ইসলাম বলেন, এদেশ সোনার বাঙলা গড়তে বঙ্গবন্ধুর আদর্শ সকল মানুষকে ধারণ করতে হবে। উপাধ্যক্ষ কামরুজ্জামান বলেন, পিতা হারানোর শোক বাঙালি জাতিকে শক্তিতে রূপান্তর করতে হবে ‘বিন¤্র শ্রদ্ধায়, নিরন্তর স্মরণে শোক আজ শক্তি তোমাতেই মুক্তি।’
রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ: দিবসটি উপলক্ষে শিক্ষার্থী শিক্ষক, কর্মচারী ও অভিভাবকের সমন্বয়ে কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ৮ টায় কালোব্যাচ ধারণ পূর্বক শোকর্যালির মাধ্যমে জেলা শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি অর্পণ করে কর্মসূচির সূচনা হয়। পরে কলেজ অডিটোরিয়ামে নির্ধারিত কবিতা আবৃত্তি, প্রবন্ধ পাঠ, শিক্ষার্থীদের বক্তব্য, আলোচনাসভা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান। সভাপতি প্রাথমিক শাখার শিক্ষার্থীদের আঁকা ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ বিষয়ক চিত্রগুলো দেখে আবেগ আপ্লুত হন এবং তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে, এই ছোট ছোট শিক্ষার্থীদের মাধ্যমেই বাংলাদেশ একদিন বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলায় পরিণত হবে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে ১৫ আগস্ট শাহাদৎ বরণকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সবশেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের কর্মসূচির অংশ হিসেবে কলেজ চত্বরে দুইটি বিপন্ন প্রজাতির বৃক্ষরোপণের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শেষ হয়।
সরকারি মহিলা কলেজ: দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পরে এক মিনিট নিরবত পালন করা হয়েছে। বঙ্গবন্ধুসহ তার সপরিবারের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া করা হয়। এসময় কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গণপূর্ত অধিদফতর শ্রমিক কর্মচারী ইউনিয়ন: দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট: দিবসটি উপলক্ষে আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত পাল। বিশেষ অতিথি ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে, হিন্দু ধর্মীয় কল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ প্রমুখ। সভাপতিত্ব করেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট অনিল কুমার সরকার।
রাজপাড়া থানা যুবলীগ: দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও কালা পতাকা উত্তোলন, সারা দিন বঙ্গবন্ধুর ভাষণ, কোরআন তেলোয়াত, শোক র্যালি, দোয়া এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আয়োজন করে, সাত নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সৈয়দ আলী পারভেজ (রুবেল)।
সাধারণ বীমা: দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল কার্যালয়ের উপপরিচালক আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুসহ তার সপরিবারের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া করা হয়।
মোটর শ্রমিক লীগ: দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পরে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমি: দিবসটি উপলক্ষে কোরআনখানি, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, অ্যাকাডেমির উপপরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক আমানুল হক। স্বাগত বক্তব্য দেন, কৃষিবিদ মুরশিদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
নিউ গভ. ডিগ্রি কলেজ: দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ অধ্যাপক এসএম জার্জিস কাদির। সভাপতিত্ব করেন, উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন, অনুষ্ঠানের আহ্বায়ক ড. শিখা সরকার। আলোচনা করেন, অধ্যাপক কামরুজ্জামান, ড. সাইয়েদুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক তানভিরুর হক।
মেট্রোপলিটন কলেজ: দিবসটি উপলক্ষে আলোচনাসভা, দোয়া মাহফিল ও রচনা প্রতিযোগিতার পুরস্কার করা হয়েছে। সভাপতিত্ব করেন, অধ্যক্ষ জুলফিকার আহমেদ। দোয়া পরিচালনা করেন, মাওলানা মমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, উপাধ্যক্ষ সাইফুর রহমান প্রমুখ।
রাজশাহী সরকারি মাদ্রাসা: দিবসটি উপলক্ষে আলোচনাসভা, দোয়া মাহফিল ও রচনা প্রতিযোগিতার পুরস্কার করা হয়েছে। এতে বক্তব্য দেন, প্রধান শিক্ষক আলী নুর, সহকারী প্রধান হোসেনে আরা বেগম, সহকারী শিক্ষক জাকিয়া সুলতানা, শরিফুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন, সহকারী শিক্ষক হাফিজুর রহমান।
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি: দিবসটি উপলক্ষে কোরআন খতম, খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, চেম্বারের সভাপতি মনিরুজ্জামান, সহসভাপতি মাসুদুর রহমান রিংকু, পরিচালকবৃন্দ ফরিদ উদ্দিন, আতিকুর রহমান, সাদরুল ইসলাম প্রমুখ।
রাজপাড়া থানা আওয়ামীলীগ: দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক তৌফিকুল ইসলাম, সহসভাপতি মজিবর রহমান, হারুনুর রশিদ বাচ্চু প্রমুখ।