শ্যালকের বিয়ের কোলদারা না করায় অভিমানে দুলাভাইয়ের আত্মহত্যা

আপডেট: মে ৮, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি:


শ্যালকের বিয়ের কোলদারা হতে না পেরে অভিমানে কীটনাশক পানে দুলাভাই আজিজুল প্রামাণিক (২৮) আত্মহত্যা করেছেন।
বুধবার (৮ মে) ভোররাতে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে। মৃত আজিজুল ঐ গ্রামের তয়জাল প্রামাণিকের ছেলে এবং পেশায় তিনি দিনমজুর ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এলাকাবাসীর তথ্যে জানা যায়, গত সোমবার (৬ মে) আজিজুল প্রামাণিকের শ্যালকের বিয়ে সম্পন্ন হয়। সেই বিয়েতে তাকে কোলদারা হওয়ার দাওয়াত পাননি তিনি। আর এজন্য তার পরিবারের সকল সদস্যদের মঙ্গলবারের বৌভাতের অনুষ্ঠানে যেতে নিষেধ করেন।

তার নিষেধ না শুনে তার বউ সহ বাবা মা সবাই বৌ ভাতের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাওয়ায় তিনি ভীষণ ক্ষীপ্ত হন তাদের উপর।
এরই সূত্র ধরে তিনি তার পরিবারের সদস্যদের সাথে তর্ক বিতর্কের জেরে বুধবার ভোররাতে কীটনাশক পানে আত্মহত্যা করেন।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version