বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
দীন মোহাম্মদ বাবু জেলা পরিষদের ৫ নম্বর জোনের সদস্য (পবা উপজেলা) পদের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তোলন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নির্বাচন অফিস থেকে এ মনোনয়নপত্র উত্তোলন করেন তিনি। তিনি মরহুম মেসের মোল্লা এবং মা গৃহিণী ফাতেমা বেগমের ছেলে। তিনি পবা উপজেলার আলীগঞ্জ গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি সামাজিক সংগঠন ‘আমরা নতুন প্রজন্ম’ ও জগলুল পরিষদের সদস্য রয়েছেন।
দীন মোহাম্মদ বাবু ১৯৯৮ সালে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যুবলীগের সদস্য হিসেবে ছিলেন। তিনি ১৯৯২-৯৮ সাল পর্যন্ত রাজনৈতিক কারণে বিভিন্ন সময় কারা বরণ করেন। তিনি ১৯৯২ সালে জামায়াত ও শিবিরের হামলার শিকার হয়। তিনি ১৯৯৪-৯৫ সালে জাতীয় দাবা প্রতিযোগিতায় রাজশাহী জেলার হয়ে অংশগ্রহণ করলে তাদের দল চ্যাম্পিয়ন হয় এবং ১৯৯৪-৯৫ সালে আবারও দাবা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। তিনি ২০১২-১৩ সালে জেলা পরিষদের প্রশাসকের পিও হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন ধরনের সামাজিক কর্মকা- ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।