সরকার দাবি পূরণ করেনি, গুজরাটের ৩টি গ্রামে ভোট বয়কট বাসিন্দাদের

আপডেট: মে ৮, ২০২৪, ১:৪২ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


গুজরাটের একাধিক গ্রামের বাসিন্দারা সরকার কর্তৃক দাবি পূরণ না করায় ভোট বয়কট করলেন। ৩টি গ্রামে পুরোপুরি ভোট বয়কট করেছেন গ্রামবাসী। আরো কয়েকটি গ্রামে আংশিকভাবে ভোট বয়কট করা হয়েছে বলেই সূত্রে জানা গেছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বারুচ জেলার কেসার গ্রামে, সুরাটের সানাধারা, বানাসকাঁথার বাখারি গ্রামে মঙ্গলবার (৭ মে) কেউ ভোট দেননি। এছাড়াও ভাটগাম, বোদোলি, কুনঝারা গ্রামেও অধিকাংশ বাসিন্দা ভোটদান থেকে বিরত থেকেছেন। রাজনৈতিক দলের নেতারা, এমনকী প্রশাসন, ভোটকর্মীরা গ্রামবাসীদের ভোট দেয়ার জন্য আবেদন করেন। তা সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে অটল ছিলেন তাঁরা।

ভোট বয়কটের কারণ কী? গ্রামবাসীদের দাবি, সরকারের কাছে নদীর উপর সেতু নির্মাণের জন্য আবেদন করেছিলেন। বারবার দাবি করলেও সরকার তা পূরণ করেনি। অতীতেও ভোট বয়কট করেছিলেন তাঁরা। দাবি না পূরণ হওয়া পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবেন না বলেই জানিয়েছেন তাঁরা।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

Exit mobile version