সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় ।। অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ-ভারত যৌথভাবে কাজ করে যাচ্ছে

আপডেট: অক্টোবর ৮, ২০১৬, ১১:৪৮ অপরাহ্ণ

IMG_2303

চাঁপাইনবাবগঞ্জ অফিস
বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার (রাজশাহী) অভিজিৎ চট্টোপাধ্যায় বলেছেন, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ভারত যৌথভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের পক্ষে আমরা ছিলাম ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো।
গতকাল শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি সোনামসজিদ স্থলবন্দর ও অপর পাশে ভারতের মহদিপুর স্থলবন্দরের মধ্যকার সমস্যাগুলো যৌথভাবে সমাধানের আশ্বাস দেন। এছাড়া ভিসার ক্ষেত্রে তিনি প্রয়োজনীয় কাগজপত্রের ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দেন। তিনি বিভিন্ন সমস্যা ও সমাধানের লিখিত প্রস্তাবনা দেয়ার ওপর গুরত্বারোপ করেন। এসময় তাঁর পতœী শ্রীমতী পত্রলিকা চট্ট্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।
চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, সিনিয়র সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ