সাঁথিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন

আপডেট: ডিসেম্বর ৯, ২০২৩, ৮:১০ অপরাহ্ণ


সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি :


‘শেখ হাসিনার বারতা,নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যকে ধারণ করে পাবনার সাঁথিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৯ডিসেম্বর) উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলেক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সাঁথিয়া উপজেলা পরিষদ সমম্মেলন কক্ষে সাঁথিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাতুল হক এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আরো বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, সাঁথিয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুল আলম মজনু, সাঁথিযা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই, আবৃত্তি শিল্পি জাহানার সুলতানা প্রমুখ। উল্লেখ্য,তিনজন জয়িতাকে পুরস্কার প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version