সাঁথিয়ায় ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

আপডেট: ডিসেম্বর ৩, ২০১৬, ১২:০১ পূর্বাহ্ণ

সাঁথিয়া প্রতিনিধি
পাবনার সাঁথিয়ার আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বিজয়ী চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাসের অভিষেক ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ চত্বরে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিন সরদারের সভাপতিত্বে ও ইউপি সচিব হাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মিউনিসিপ্যাল পরিষদের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয়, অধ্যক্ষ আ. ওহাব, অধ্যাপক আব্দুদ দাইন, আতাইকুলা থানার অফিসার ইনচার্য (ওসি) আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা রবিউল করিম হিরু, শফিউল আলম রনজু, রবিউল ইসলাম লিটন, আ. ওহাব, আরশেদ আলী ভান্ডারী, আ. মালেক বাবলু, আ. জব্বার, আ. আজিজ প্রমুখ।
ওই ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান কোরবান আলী বিশ্বাসের মৃত্যুজনিত কারণে এ বছর ৩১ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মরহুম কোরবান আলী বিশ্বাসের ছেলে মিরাজুল ইসলাম বিশ্বাস জয়ী হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ