‘সানফ্লাওয়ার’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সালাহ্ উদ্দীনসহ অতিথিরা-সোনার দেশ

‘সানফ্লাওয়ার’ প্রকল্পের- প্রকল্প সমাপনী অনুষ্ঠান হয়েছে। স্বেচ্ছাসেবী বহুমুখী মহিলা সমাজ কল্যাণ সমিতি (এসবিএমএসএস)’র আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর নানকিং দরবার হলে ২১ থেকে ৩০ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত ১৫০ জন যুব নারী, সুশীল সমাজ সাংবাদিক, নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সালাহ্ উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন, স্ব-উন্নয়নের সভাপতি মো. মুস্তাফিজুর রহমান খান, দৈনিক সোনার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, থানা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রোগ্রাম অফিসার সালমা পারভীন, কোর্ডিনেটর জেলা লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) অ্যাডভোকেট আবদুস সামাদ, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা, মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা খাতুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন, এসবিএমএসএস’র নির্বাহী পরিচালক নূর-এ-জান্নাত।
প্রকল্প সমাপনী অনুষ্ঠানে ইয়ুথরা প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত থেকে যে সকল সফলতা অর্জন করেছে তা ব্যক্ত করেন। পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম, ফলাফল, সফলতা ও শিক্ষনীয় বিষয় তুলে ধরেন সানফ্লাওয়ার প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. জালাল উদ্দিন। বাস্তবায়িত কার্যক্রম গুলি অবহিত হয়ে বক্তারা ইয়ুথদের প্রতি সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনে ইয়ুথরা যে ভূমিকা রেখেছে তা সত্যই প্রশংসার দাবি রাখে, এটি এসবিএমএসএস’র সোকেস হিসাবে পরিচিতি লাভ করবে।