সাপাহারে তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে দম্পত্তির মানবেতর জীবন

আপডেট: জানুয়ারি ৫, ২০২৪, ৪:৩৬ অপরাহ্ণ


সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:


সাপাহারে একই পরিবারে তিনটি প্রতিবন্ধী সন্তান নিয়ে ৩০ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন অসহায় একটি পরিবার।
জানা গেছে, উপজেলার পাতাড়ী ইউনিয়নের কলমুডাঙ্গা গ্রামের বাসিন্দা সাইদুর রহমান কালু (৬৫) ও খাইরুন নেসা (৬০) দম্পতির ঘরে ৬ সন্তানের মধ্যে ১ মেয়ে ও ৫ ছেলে। এর মধ্যে জন্মগতভাবে ছোট তিন ছেলে জন্ম প্রতিবন্ধী।

বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, বড় দুই ছেলে বিয়ের পরে তারা আলাদা থাকেন। অভাবের কারণে ছোট তিন ভাই ও বাবা-মা কে সহযোগিতা করতে পারেন না তারা।
মা খাইরুন নেসা এই প্রতিবেদককে জানান, প্রতিবন্দ্বী বড় ছেলে নইমুদ্দীন (৩০), শইমুদ্দীন (২৬) ও আলফাজ (২৩)-এরা জন্ম থেকেই প্রতিবন্দ্বী বড় ছেলে ৩০ বছর, মেঝো প্রতিবন্দ্বী ২৬ বছর ও ছোট প্রতিবন্দ্বী ছেলে ২৩ বছর ধরেই বিছানায় শুয়ে থাকেন।

তারা কেহই কথা বলতে কিংবা বসতে ও দাঁড়াতে পারেন না, চলাফেরা করতে পারে না, এমন কী বিছানায় শুয়ে থাকলে পাস ঘুরতে পর্যন্ত পারে না-সে সাথে তারা কেহই নিজের হাতে তুলে খেতেও পারে না। তাদের নাওয়া-খাওয়া, পায়খানা-প্রসাব গোসল সবই করিয়ে দিতে হয় আমাদের। আমরা স্বামী স্ত্রী রাতে কেউ ঠিকমত ঘুমাতে পরি না।
একটি স্বাভাবিক সন্তান মানুষ করতে মা-বাবাকে অনেক কষ্ট করতে হয়। এরমধ্যে এরা তিন সন্তানই প্রতিবন্ধী। আমাদের প্রতিবন্দ্বী সন্তানদের দেখে সমাজের অনেক মানুষ নানা রকম কটূক্তি করে, তা সহ্য করেই শত দুঃখ-কষ্ট করে মানবেতর জীবন যাপন করতে হয় আমাদের।

এব্যাপারে পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, সাইদুর রহমানের পারিবারিক অবস্থা ভাল নয়, তার তিন ছেলেই প্রতিবন্ধী। তারা প্রতিবন্ধী ভাতা পায়, কিন্তু তাদের পরিবারের জন্য সেই টাকা অতি সামান্য। তবে ইউনিয়ন পরিষদে সরকারিভাবে যখন যে বরাদ্দ আসে আমি সাধ্যমত তার পরিবারে কিছু না কিছু প্রদানের চেষ্টা করি। তবে অসহায় পরিবারটিকে সহায়তার জন্য আমি সরকার বাহাদুর ও সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার জন্য আবেদন করছি।

বাবা সাইদুর রহমান কালু বলেন, আমি এবং আমার স্ত্রী মারা গেলে এদের ভাগ্যে কী হবে কে দেখবে এদের- তা এক মাত্র আল্লাহ্ তায়ালাই জানেন।
তিনি বলেন, আমি গরিব ভূমিহীন মানুষ নিজের কোনো জমাজমি নাই। মাঠে মানুষের কাজ করি। এখন বয়স হয়ে গছে আগের মত আর কাজ করতে পারি না। অভাবের সংসার তার মধ্যে পর পর তিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে ৩০ বছর ধরে খুব কষ্টে জীবন যাপন করছি।
সরকারের মাননীয় প্রধান মন্ত্রী সহ সমাজের বিত্তবান মানুষের কাছে আর্থিক সহায়তা জন্য আকুল আবেদন করেছেন। প্রতিবন্দ্বীদের পিতার সাথে যোগাযোগ করার নম্বার ০১৭৭৯-৯০৭৫৮৭।