সাপাহারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট: অক্টোবর ১১, ২০২৪, ৯:০৩ অপরাহ্ণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি


ফিলিস্তিনের মুসলমানদের ওপর সন্ত্রাসী ইসরাইলী বাহিনীর চলমান হত্যজ্ঞ ও লেবাননে আগ্রাসনের বিরেদ্ধে নওগাঁর সাপাহারে শান্তিপুর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) জুম্মার নামাজ শেষে সদরের জিরো পয়েন্টে অবস্থিত তালপুকুর জামে মসজিদ, সাপাহার মডেল মসজিদ, বায়তুন নুর জামে মসজিদ, হাসপাতাল জামে মসজিদ বাজার জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদের ইমাম মুসুল্লিদের সমন্বয়ে ঘণ্টাকাল ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অবিলম্বে ফিলিস্তিনী ও লেবাননের মুসলিমদের উপর ইসরাইলী সন্ত্রাসবাদ ও আগ্রাসন বন্ধের তিব্র প্রতিবাদ জানিয়ে সাপাহার জিরো পয়েন্ট তালপুকুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো: ইউসুফ আব্দুল্লাহ হাবিবী, বায়তুন নুর জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল ইসলাম, বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি জহির রায়হান, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার ফারুক আহম্মেদ প্রমুখ বক্তব্য প্রদান করেন।

এসময় বিভিন্ন মসজিদের সহস্রাধিক ধর্মপ্রাণ মুসুল্লী উক্ত মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন।