সোমবার, ৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
১৩ থেকে ১৬ অক্টোবর ২০২১ পর্যন্ত কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ ও সনাতন ধর্মালম্বীদের ঘরবাড়ীতে অগ্নিসংযোগ ও ভাঙ্গচুরের মতো ঘৃণ্য সাম্প্রদায়িক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে আগামীকাল ২৫ অক্টোবর ২০২১ সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহীদ তাজউদ্দীন আহদে সিনেট ভবনের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে এই মানববন্ধনে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।