রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী কলেজে শ্রী শ্রী সরস্বতী প্রতিমা ম-প দর্শন ও পূজা বাণী অর্চনাস্থল পরিদর্শনকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র বাংলাদেশ। এদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা আছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ একত্রে বসবাস করছেন। নগরীজুড়ে সম্প্রীতি ও সৌহাদ্যপূর্ণ অনুভূতির মধ্যে দিয়ে সরস্বতী বাণী অর্চনা উদযাপিত হচ্ছে। গতকাল বুধবার সকালে রাজশাহী কলেজ মহারাণী হেমন্তকুমারী হিন্দু ছাত্রাবাস বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিটন বলেন, সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। বাংলাদেশের এ সম্প্রীতির ঐতিহ্যকে সুদৃঢ় করতে সবাইকে অবদান রাখতে হবে। জ্ঞানচর্চার ক্ষেত্রে বাণী অর্চনা থেকে জ্ঞানালোকে উদ্ভাসিত হতে হবে। শিক্ষার্থীসহ প্রতিটি মানুষকে অসাম্প্রদায়িকতা, অজ্ঞতার অন্ধকার ও অকল্যাণকর সব বাধা পেরিয়ে উন্নত সমাজ গঠনে এগিয়ে যেতে হবে। এ উৎসবে শুধু হিন্দু নয়, সব শ্রেণির ধর্মাবালম্বীরাই উৎসবে মেতে উঠেছে। বরণ করে নিয়েছে বাণী অর্চনার উৎসব। রাজশাহী কলেজ দেশের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এখানে বিভিন্ন অঞ্চলের সব ধর্মের শিক্ষার্থীই লেখাপড়া করতে আসে।
কলেজের মহারাণী হেমন্তকুমারী হিন্দু হোস্টেলের প্রধান তত্বাবধায়ক ড. ব্রজেন্দ্রনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, সহ-সভাপতি উজ্জল সরকার, যুগ্মসম্পাদক মিলন সরকার, ছাত্রলীগ রাজশাহী কলেজ শাখার নবনির্বাচিত সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈমসহ ছাত্রলীগ রাজশাহী কলেজ শাখার সকল নেতৃবৃন্দ। ।