সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলার আকচা গ্রামে পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী সার্চ কমিটি গঠন করে পৌর বিএনপির কমিটি গঠন করা হবে।
গতকাল শনিবার সকালে বর্ধিত সভায় তানোর বিএনপির সিনিয়র সহসভাপতি মুনসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক বিশ্বনাথ সরকার। এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম মোল্লা, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আরশাদ আলী,তানোর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইলিয়াস কাঞ্চন, সাংগঠানিক সম্পাদক মুঞ্জুর রহমান,দফতর সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মালেক, পৌর ছাত্রদল সভাপতি আতিক হাসান।
তানোর পৌরসভার প্যানেল মেয়র শম্ভুনাথ সরকার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলার পলি খতুন, সাবেক কাউন্সিলার আবু সাইদ বাবু প্রমূখ।